আমিও কম ছিলাম না: মল্লিকা



বলিউডের একসময়ের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেতা  ইমরান হাশমির সঙ্গে অভিনীত মার্ডার’সিনেমা ব্যাপক সাড়া ফেলে বলিউডজুড়ে।  বক্স অফিসেও বেশ বাজিমাত করে এই সিনেমা। কিন্তু ‘মার্ডার’ সিনেমার শুটিং করতে গিয়ে হাশমি ও মল্লিকা শেরাওয়াতের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকতো। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘জানি না কেন প্রত্যেক সহ-অভিনেতার সঙ্গে আমার ইগো নিয়ে সমস্যা হতো। সহ-অভিনেতারা চাইতো, তারা সেটে আসলে আমি দাঁড়িয়ে কেমন আছে তা জিজ্ঞেস করি, তোষামোদ করতে থাকি। কিন্তু আমার ব্যক্তিত্ব তা ছিল না। তবে আমি হরিয়াণভি মেয়ে। জোর করে আমার কাছ থেকে কেউ তোষামোদ নিতে পারে না। এ নিয়ে আমার কিছু দ্বন্দ্বও হয়েছে।’

তবে শুটিং শেষে সিনেমার প্রচারে ইমরান হাশমির সঙ্গে তার অনেক সখ্যতা হয়েছিল বলে জানান মল্লিকা। এই অভিনেত্রীর ভাষায়, ‘ইমরান হাশমির সঙ্গে মার্ডার সিনেমার শুটিং ও পরে কিছু মজার বিষয় ঘটে। আমরা কথা বলতাম না, কিন্তু এখন মনে হয় এগুলো ছেলেমানুষী ছিল। সিনেমা প্রচারের সময় আমাদের বোঝাপড়া ভালো হয়। এর আগে কিছু অহেতুক বিষয় ছিল। আমার দিক থেকেও অনেক ছেলেমানুষী হয়েছে। আমিও কম ছিলাম না।’

যদিও এখন হাশমির সঙ্গে তার এখন যোগযোগ নেই বলে জানান মল্লিকা শেরাওয়াত। তিনি বলেন, ‘তার সঙ্গে যোগযোগ হয় না। এটি খুবই দুঃখজনক। সহ-অভিনেতা হিসেবে তিনি খুবই চমৎকার ছিলেন। খুবই বন্ধুত্বপরায়ণ। অত্যন্ত ভালো ছেলে।’

মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ এমএক্স প্লেয়ারের ‘নাকাব’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভালো এক তারকার মৃত্যু রহস্য নিয়ে এই সিরিজের গল্প তৈরি হয়েছে। এতে আরো অভিনয় করেছেন এশা গুপ্তা ও গৌতম রোড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)