বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

 বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নেওয়াটাও অনেকের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আপনার পরিশ্রমই সফলতা বয়ে আনতে পারে। আমরা আজ সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলব, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে  চাকরি নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 



আমরা জানি বর্তমান সময়ে সরকারি চাকরি নেওয়াটা খুবই কষ্টসাধ্য, যেটা হাজার হাজার প্রতিযোগীর মাধ্যমে নিজের যোগ্যতা যাচাই করে চাকরি নিতে হয়।ব্যক্তিগত ভাবে আমি আমার নিজের চিন্তা ভাবনা থেকে বলছি, আমরা যখন এস এস সি পাস করি তখন আমাদের করণীয় কি সেটা সম্পর্কে বুঝে উঠতে পারিনা। 

আমি বলবো আমরা যখন এসএসসি পাস করি,যদি আমার পরিবারের এমন অবস্থান হয়, যে আমি সামনে আরো পড়াশোনা করতে পারব, তাহলে আমি মন দিয়ে পড়াশোনা করব সে ক্ষেত্রে আমার এত তাড়াতাড়ি চাকরি নেওয়ার কোন দরকার নাই। শুধু শুধু চাকরি পিছে ঘুরে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কারণ আমি যত পড়া-লেখা করব আমার স্বপ্নপূরণের পথ ততো পরিষ্কার হবে,আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।তাই আমি ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করব। 


এখন আসি আমার পরিবারের অবস্থান যদি এমন হয়,যে আমি এস এস সি পাশ করার পরে আর পড়তে পারবো না।আর যদি পারিও তাহলে নিজেকে পাশাপাশি কিছু করতে হবে, হয়তো পার্ট টাইম জব করতে হবে, না হলে ফুলটাইম জব করে অনেক পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি বলব নিজের ভাগ্য পরিবর্তনের জন্য একটু চেষ্টা করতে হবে, চেষ্টার মাঝে সফলতা আসতেও পারে।আপনি কষ্ট করে একটা পার্ট-টাইম জব করছেন, পাশাপাশি পড়াশোনা করছেন এই সময়টাতে আপনি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতে বছরে দুইবার সার্কুলার দিয়ে থাকে, জানুয়ারি মাস ও জুন মাসে।

 https://joinbangladesh.army.mail.bd এই লিংকের মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন, এটা তাদের সরকারি ওয়েব সাইট, এখানে প্রতি ছয় মাস পরপর নিয়োগ বিজ্ঞপ্তি  আপডেট করা হয়। আবেদন করে রাখলে নির্দিষ্ট সময়ে এসএমএসের মাধ্যমে আপনাকে পরীক্ষার জন্য ডাকবে।  



কিভাবে আবেদন করবেন? 

আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বারে প্রথম এসএমএস করতে হবে। 

1st SMS:
SAINIK<space>1SR THREE LETTERS OF SSC BORD<space>ROLL<space>PASSING YEAR
<space>DISTRICT CODE

Example:SAINIK DHA 236098 2020 34
(ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU এবং স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড দিতে হবে)

প্রথম এসএমএস এরপর প্রার্থীকে একটি পিন নাম্বার সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। আবেদন করতে ইচ্ছুক হলে প্রার্থী পিন নাম্বার প্রতি সাপেক্ষে দ্বিতীয় এসএমএস করবে।
উল্লেখ্য ভর্তি ফি বাবদ 200/= টাকা কর্তন করা হবে, তাই মোবাইল ব্যালেন্স এ 200/= টাকার অধিক থাকা অবশ্যক। 
 2nd SMS:
SAINIK<spacs>YES<space>PIN NUMBER
<space>CONTACT MOBILE NUMBER and send 16222

Example:SAINIK YES 894098 01XXXXXXXXX and send to 16222

প্রবেশপত্র ডাউনলোড

দ্বিতীয় এসএমএস প্রেরণ করার পর প্রার্থীকে একটি USER ID ও একটি PASSWORD দেওয়া হবে। উক্ত USER ID ও PASSWORD ব্যবহার করে প্রার্থী আবেদনের সাথে সাথে http://sainik.talatalk.com.bd এ লগইন করে অনলাইন আবেদনপত্র পূরণ করে, নিজস্ব প্রবেশ পত্র প্রিন্ট করে নিতে পারবে। 
উল্লেখ্য, ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশ পত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে, পরবর্তীতে প্রবেশ পত্র প্রিন্ট করা যাবে না। 

প্রবেশ পত্র ডাউনলোড করার পরে আপনার কাজ শেষ এখন আপনাকে অপেক্ষা করতে হবে, কখন আপনাকে পরীক্ষার জন্য ডাকবে। 
আপনাকে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যাম পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। 

পরীক্ষার প্রস্তুতি নিবো কিভাবে? 

হ্যাঁ,এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় কি আসবে...? এর আগে তো আমি কখনো পরীক্ষায় অংশগ্রহণ করি নাই, আমি কি পারবো...? ভাই যারা চাকরি করছে তারাও এরকম একটা ভয়ের মধ্যে ছিল, তবে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেগুলো আমরা ৪র্থ/৫ম শ্রেণীতে পড়ে আসছি। অর্থাৎ সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায় যে ৫০ মার্কের লিখিত পরীক্ষা হয়, সেখানে খুবই সাধারণ বিষয় নিয়ে খুঁটিনাটি প্রশ্ন করা হয়, যা আপনার প্রস্তুতি ছাড়াও সম্ভব। 

 যোগ্যতা

সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি (BNCC) এবং সেনাসন্তান (SS) - পুরুষ ও মহিলা। 

বয়স:১৭ থেকে ২০ বছর (এফিডেভিড গ্রহনযোগ্য নয়)

পুরুষ প্রার্থী :উচ্চতা-১.৬৮ মিটার(৫ ফুট ৬ ইঞ্চি )
ওজন-৪৯.৯০ কেজি(১১০ পাউন্ড), বুক-স্বাভাবিক ০.৭৬ মিটার(৩০ ইঞ্চি ),স্ফীত ০.৮১মিটার(৩২ ইঞ্চি )

নারী প্রার্থী :উচ্চতা-১.৬০ মিটার(৫ ফুট ৩ ইঞ্চি ) ওজন-৪৭ কেজি(১০৪ পাউন্ড),বুক-স্বাভাবিক-০.৭১ মিটার(২৮ ইঞ্চি ),স্ফীত ০.৭৫ মিটার (৩০ ইঞ্চি )

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
সাতাঁর: সাঁতার জানা আবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)
 
উপরিক্ত এই সকল যোগ্যতা থাকলেই আপনি বাংলাদেশের সেনাবাহিনীর যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন।

ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে 

ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট,                  ফটোকপি হলে সত্যায়িত হতে হবে,তবে পরবর্তীতে        মূল  সনদপত্র প্রদর্শন করতে হবে। 

খ) প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। 
গ) অভিভাবকের সম্মতিসূচক সত্যায়িত সনদপত্র।
ঘ) নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি। 
ঙ) জন্ম নিবন্ধন সনদপত্র (NID যদি থাকে) এবং               পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ডের             ফটোকপি। 
চ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্ট্যাম্প       সাইজের ২ কপি সত্যায়িত ছবি। 
ছ) সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক। 
জ) লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স,                  পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।

আপনি আবেদন করলেন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রেখে দিলেন,যখনই আপনাকে পরীক্ষার জন্য এসএমএসের মাধ্যমে ডাকবে, তখনই আপনি কোনো টেনশন ছাড়া, কোন ঝামেলা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

বর্তমান সময়ে আমাদের মাঝে একটা জিনিস বেশি প্রচলিত টাকা ছাড়া চাকরি হয় না, বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো টাকা ছাড়া চাকরি হয়। যেখানে একটু পরিশ্রম করলেই সফলতা অর্জন করা সম্ভব।
হতে পারেন আপনিও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য।



"সমরে আমরা শান্তিতে আমরা 

সর্বত্র আমরা দেশের তরে"


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)