সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
সাম্প্রতিক বিষয়:
♣ আয়তনে দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি...???
♦উত্তর:পার্বত্য রাঙামাটি জেলা।
♣পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে...???
♦উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাকে।
♣ বঙ্গবন্ধু মোট কত দিন জেলে ছিলেন...???
♦উত্তর: ৪৬৮২ দিন জেলে ছিলেন।
♣ রাষ্ট্রপতির পদ শূন্য হলে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে...???
♦উত্তর: জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করেন।
♣ বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়...???
♦উত্তর: বগুড়ায়।
♣বিশ্বে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত তম...???
♦উত্তর: ৯০ তম আবস্হান।
♣ বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে...???
♦উত্তর: জান্নাতুল ফেরদৌস।
♣ ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ এই গানের গীতিকার কে...???
♦উত্তর: গোবিন্দ হালদার।
♣বিশ্বের সবচাইতে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে...???
♦উত্তর:ভারত।
♣ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী...???
♦উত্তর: সম্মিলিত প্রয়াস।
♣বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন…???
♦উত্তর: শিব নারায়ণ দাস।
♣বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন...???
♦উত্তর: নাজমুন আরা সুলতানা।
♣বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে…???
♦উত্তর: ফেনী।
♣ বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত…???
♦উত্তর: রাজারবাগে।
♣ মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ এর দলিল কোথায় স্বাক্ষরিত হয়...???
♦উত্তর: রেসকোর্স ময়দানে।
♣বাতিঘরের জন্য কোন দ্বীপটি বিখ্যাত...?? ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন