"যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে জানে "
অন্যের জীবনের গল্প শুনে আমরা উদ্দীপ্ত হই,
হতে পারি আমিও সেই গল্পের
মহানায়ক....
কিন্তু জানেন কী...? অন্যের সফলতার গল্প যেমন আমাদের অনুপ্রেরণা দেয়, তেমনি আপনার গল্পও হয়তো অন্যদের কোন না কোনভাবে অনুপ্রেরণা দিচ্ছে । এই সত্যটা যদি উপলব্ধি করতে পারেন তবে প্রেরণার জন্য অন্যের জীবনের গল্পের দিকে তাকাতে হবে না। আপনার নিজের জীবনের গল্প থেকেই খুঁজে নিতে পারবেন আত্মনির্ভরশীল প্রেরণা। আপনার জন্য সফলতা অর্জনের এর চারটি পরামর্শ যা আপনাকে সহায়তা করবে নিজের জীবনের গল্প থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে....
১) আপনার মনোবল বাড়াবে:
আপনি যদি আপনার নিজের জীবনের গল্পের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে এটা আপনার আত্মবিশ্বাসকে দারুনভাবে প্রভাবিত করবে। কিন্তু সমস্যা হচ্ছে যে, আমরা কখনোই নিজের জীবনের গল্পের ওপর বিশ্বাস স্থাপন করতে পারি না, কারণ আমাদের দুর্বল মন-মানসিকতা বাধা সৃষ্টি করে । এই বাধা পার হয়ে নিজের জীবনের গল্পের ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস স্থাপন করতে আমাদের প্রয়োজন নিজের চরিত্রের একটি স্বচ্ছ প্রতিফলন। বিশ্বাস করুন আর নাই করুন একবার ভেবে দেখুন....
“ জীবনে আপনি এমন কিছু অর্জন করেছেন যা আপনাকে করেছে সবার থেকে আলাদা,
আর সেই ভাবনাগুলোর সাথে যোগ করুন এমন একটা বিশ্বাস যে, আপনার জীবনে যাই কিছু অর্জন করেছেন তার জন্য আপনার মধ্যে নির্দিষ্ট কিছু গুণের প্রতিফলন ঘটেছে যা পুরোপুরি অনন্য, যা অন্যদের মধ্যে একেবারেই বিরল। তাহলে দেখা যাচ্ছে যে.....
আত্মবিশ্বাস এক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং নিজের জীবনের গতিপথে যেসব গুণ এবং অর্জন আমাদের হয়েছে সেগুলো সম্পর্কে একটা পরিস্কার ধারণা দেয়। বিশ্বাস করুন আর নাই করুন এটা জীবনের আত্মবিশ্বাস বাড়াতে দারুন সহায়ক ভুমিকা পালন করে। পাশাপাশি আপনি এই আত্মপ্রতিফলনের ফলে নিজের ভেতরের লুকানো অনেক গুণাবলি ও দক্ষতা আবিষ্কার করে ফেলতে পারেন যা এর পূর্বে হয়তো আপনি সচেতনভাবে খেয়ালই করে দেখেননি। তাই নিজের গল্পটা ভেবে দেখুন আর বাড়িয়ে নিন আত্মবিশ্বাস।
এ প্রসঙ্গে ব্রেন্ডন স্যান্ডার্সন এর সেই বিখ্যাত উক্তিটি আপনার পাথেয় হতে পারে....
“গল্পকারের উদ্দেশ্য আপনাকে চিন্তার উপায় বাতলে দেয়া নয় বরং কি বিষয়ে চিন্তা করবেন সেই প্রশ্নটা মনে জাগিয়ে দেওয়া”
২) নতুন সুযোগের ক্ষেত্র চিহ্নিত করে:
আত্মপ্রতিফলনের ফলে আপনি শুধু যে নিজের দক্ষতা ও যোগ্যতার ব্যাপারেই সচেতন হবেন তা নয় বরং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নতুন নতুন সুযোগের ক্ষেত্র চিহ্নিত করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গেই আপনি এই ক্ষেত্রগুলোকে নিজের পেশাগত উৎকর্ষ সাধনের জন্য উত্তম সুযোগ বলে বিবেচনা করতে পারবেন ।
“ জীবন এমন কিছু অভিজ্ঞতা আছে যা শুধূ আপনার ক্ষেত্রেই প্রযোজ্য”
এক পর্যায়ে আপনি বুঝতে পারবেন... আপনার জীবনের গল্পটাও রেকর্ড বইয়ে স্থান পাবার যোগ্য, এবং এ বুঝে ফেলাটা আপনার আত্মবিশ্বাসকে আরো কয়েকগুন বাড়িয়ে দেবে। আপনি আরো ভালো কিছু করার জন্য তাড়না অনুভব করবেন। এক সময় আপনার নিজের জীবনের গল্পই আপনার জন্য সবচেয়ে অনুপ্রেরণার ঘটনা হয়ে দাঁড়াবে।
৩) খোঁজ করুন নতুন অভিজ্ঞতার:
ভবিষ্যতের জন্য নতুন সুযোগ চিহ্নিত করার পর আপনার প্রথম কাজ হবে নতুন অভিজ্ঞতার খোঁজে ঝাপিয়ে পড়া। চিন্তা করে দেখুন যখন আপনি অন্য কারো সাফল্যের গল্প শোনেন তখন কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শোনেন...? একটি ভালো হৃদয়গ্রাহী অনুপ্রেরণাকারীর গল্পে অবশ্যই নতুন নতুন সব অভিজ্ঞতার কথা থাকতে হবে। এটি ছাড়া জীবনের গল্পে জীবনের প্রতিচ্ছবি আসে না। আর তাই আপনার আত্মপ্রতিফলনে প্রাপ্ত নতুন সুযোগগুলো কাজে লাগাতে নতুন অভিজ্ঞতার জন্য উন্মুখ হয়ে নতুন সুযোগ খুঁজতে হবে। এই সব অভিজ্ঞতা আপনার জীবনকে সমৃদ্ধ করবে আর আপনার গল্পটাকে করবে আরো চিত্তাকর্ষক। এছাড়া এই সুযোগের সন্ধান করতে করতে আপনি পেয়ে যাবেন নতুন উদ্যম এবং কে জানে সফলতার নতুন একটি সিড়িতে পড়তে পারে আপনার আরেকটি সফল পদক্ষেপ।
৪) সফলতার সহযোগী:
একটি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা সঙ্গীদের সঙ্গে শেয়ার করলে সেটি আরো প্রেরণার ফুলঝুরি হয়ে ওঠে। এটা আপনার জীবনের গল্পে আরো একটি নতুন আকর্ষণ যুক্ত করে। আপনি অনেক বড় ও সফল ব্যক্তিদের কাতারে নিজেকে ভাবতে চেষ্টা করবেন এবং সত্যি কথা হচ্ছে-ভাবতেও পাবেন। আর সেটা আপনি করতে পারছেন কারন আপনার নিজের সাফল্যেও গল্পের ওপর আপনার আস্থা আছে, এভাবে আপনি যখন আপনার মূল্য সম্পর্কে সচেতন হবেন। এবং বিশ্বাসের সাথে কাজ করবেন তখন আপনি আরো বড় সফল ব্যক্তিদের নজরে আসতে সক্ষম হবেন।
এভাবেই আপনি আপনার নিজের জীবনের গল্পের ওপর পূর্ণ আস্থা আর বিশ্বাস, আত্মপ্রতিফলন, নতুন সুযোগ ও অভিজ্ঞতার সন্ধান আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে সফল ব্যক্তিদের কাতারে পৌছে দেবে। এমন অবস্থায় আপনি যখন এই সফলতা নিয়ে একজন বন্ধু বা সহকর্মীর সঙ্গে নতুন কোনো ব্যবসা বা প্রকল্প নিয়ে কথা বলবেন তখন আপনি খেয়াল করতে পারবেন যে আপনার নিজের জীবনের গল্পটা কত শক্তিশালী। কীভাবে আপনার জীবনের তরীটাকে সাফল্যের মহাসাগরে তরতর করে বয়ে নিয়ে চলেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন