চাকরির ইন্টারভিউতে আজব সব প্রশ্ন
চাকরির ইন্টারভিউতে অদ্ভুত কিছু প্রশ্ন করা হয়... যা শুধু প্রার্থীদেরকে কনফিউজ করার জন্য
১।এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি... কিন্তু খাওয়া হয় না..???
২।একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হলো কিন্তু ভাঙ্গলো না... কেন...???
উত্তর:কংক্রিটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাঙ্গবে না।
৩।মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি ..???
উত্তর:লেডি ফিঙ্গার। লেডি কথাটি থাকলেও.. আসলে লেডি ফিঙ্গার মানে তো ঢেঁড়শ।
৪।কোন মাসে একজন মানুষ সবচাইতে কম ঘুমায়...???
উত্তর:ফেব্রুয়ারি মাসে। কারণ... এই মাসের দিন সবচাইতে কম তাই স্বাভাবিকভাবেই একজন মানুষ এই মাসে কম ঘুমায়।
৫।পাশাপাশি তিনটি ঘর আছে, যার মধ্যে একটি ঘরে তোমাকে ঢুকতে হবে।প্রথম ঘরে অপেক্ষা করছে...ধারালো দা হাতে একদল হিংস্র ডাকাত যে ঢুকবে তাকে মেরে ফেলবে, দ্বিতীয় ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে, তৃতীয় ঘরে পাঁচটি সিংহ যারা তিন বছর ধরে কিছুই খায়নি। এবার বল তুমি কোন ঘরটিতে নিরাপদে থাকবে...???
উত্তর: তৃতীয় ঘরটিতে প্রবেশ করব। কারণ...তিন বছর না খাওয়া সিংহ কখনো বেঁচে থাকে না।
৬।চীনের মানুষ জাপানের মানুষের চাইতে বেশি খায় কেন...???
উত্তর:খুবই সহজ কারণ জাপানের চাইতে চীনের জনসংখ্যা অনেক বেশি।
এইরকম প্রশ্ন সাধারণত করে থাকে, আমার চাকরির ইন্টারভিউ নেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছিল দোয়ায়ে মাসুরা পারো... বলতো দেখি...
উত্তরমুছুন