তামিমাও নারী(নাসিরের স্ত্রী )

আমার নাম (তামিমা সুলতানা ) বন্ধুবান্ধব, কাছের মানুষরা ডাকে (তামি )বলে , যা নাসির কে বিয়ে করার পরে হয়ে গেছে (তাম্মি ) কোথায় থেকে আসলো এই নাম টা বা কে দিল সেটা আমার বোঝার বাহিরে | যারা তবে আমার সঠিক নামটাও জানে না আজ তারা আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলে।
আজকে সেই সব ভদ্র মানুষদের উদ্দেশে কিছু না বললেই নয়, এই যে আমাদের ভদ্র সমাজ আর সেই সমাজের ভদ্র ভালো চরিত্রের মানুষজন , তাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে ভদ্র বা ভালো চরিত্রবান কারা রে ভাই ??? আমিও একটু জানতে চাই।
১০/১২ টা প্রেম করে বিয়ে করার প্রলোভ দেখিয়ে নোংরামি করে ছেড়ে দেয়া কে ভদ্রতা বলে?? {তাহলে বলবো নাসির সেই ক্ষেত্রে অনেক অভদ্র} আর আমি এই অভদ্র ছেলেটাকে অনেক ভালোবাসি, ভদ্র মানুষের ভিড়ে এই অভদ্র ছেলেটার ভালো গুণগুলো ঢাকা পড়ে যায় সব সময় | কারণ ও ৮/১০ জনের মতো দেখিয়ে দেখিয়ে ভালো কাজ গুলো করে না /লোক দেখানো ভালো কাজ ও পারে না তাই সবার মতো ভালো মানুষ ও হতে পারে না, হয়তোবা আল্লাহ'র কাছে থেকে একদিন সব ভালো কাজের উপহার পাবে “এক মাত্র সেই যিনি নাসির এর সব ভালো কাজের সাক্ষী।
নাসির চাইলে পারতো আমার থেকে ভালো,সুন্দরী,একটা অবিবাহিত মেয়ে কে বিয়ে করতে কিন্তু সেটা সে না করে আমার মতো ডিভোর্স প্রাপ্ত মেয়েকে একটা মেয়ে সহ বিয়ে করে যোগ্য সম্মান দিয়েছে “এতে তো আমাদের সমাজ অভ্যস্ত না “তাই নাসির এর এই ভালো মহৎ কাজটা কারো চোখে পড়ে নাই, যতসব অন্ধ সমাজ খারাপটা তো সবাই প্রচার করেন ভালো জিনিস প্রচার করার সময় কি হয় ? লিখতে গিয়ে MB শেষ হয়ে যায় নাকি টাইপ করতে গিয়ে আঙ্গুল বেথা করে ????
মুসলিম হিসেবে এটা তো সবাই জানেন যে একজন তালাক প্রাপ্ত নারী কে বিয়ে করা হচ্ছে নবীজির সুন্নত পালন করা, কিন্তু আমাদের ভদ্র সমাজের মানুষ এর কাছে হচ্ছে সেকেন্ডহ্যান্ড মাল বিয়ে করেছে ইত্যাদি…‼️ আমাদের দেশে তালাক প্রাপ্ত নারী , বিধবা নারী , অথবা বিবাহিত নারীদের কোন চোখে দেখা হয় বোঝাই যাচ্ছে | এটার সহজ মানে হচ্ছে প্রেম করো , লিভিং এ থাকো But বিয়ে কোরো না | আমরাও যদি এমন করতাম তাহলে এত কিছু হতো না হাদিস এর কথা , বয়ান ঝাড়া,মুসলিম শুধু আমরা মানুষকে ছোট করার বেলায় নিজের বেলায় সবাই হাজি
অন্য দেশের কোনো খেলোয়াড় যদি এমনটা করতো তাহলে তাকে তাদের দেশের মানুষ সম্মান করতো তাকে নিয়ে গর্ব করতো , তাদের সাথে আমাদের দেশের মানুষ ও ফেসবুকে পোস্ট করে ফেইসবুক গরম করে ফেলতো | নাসির আমার বেলায় এসে জনগণ ঠান্ডা হয়ে গেছে
চরিত্রবান নারী আমাদের দেশের জনগণের মতে চরিত্রবান নারী তারাই যারা দিন এর পর দিন শত অত্যাচার সহ্য করেও যে মেয়েরা মুখবুজে সংসার করে "এটা ভেবে যে সমাজ কি বলবে "| একটা সময় না সহ্য করতে পেরে পরে আত্মহত্যার পথ বেছে নেয় | আর তখন আপনাদের মতই মানুষরা ফেসবুকে স্টেটাস দিয়ে বিচার চান ,মিথ্যা আবেগ আর মায়া কান্না দেখান | how funny আপনাদের স্ট্যাটাস এ কি সে আবার জীবিত হয়ে ফিরে আসবে ? সে তো মরেই গেছে, মরার পরে আফসোস না দেখিয়ে বেঁচে থাকতে একটু সহানুভূতি দেখান
মরে গিয়ে চরিত্রবান দেখানোর থেকে বিয়ে করে সুখী হয়ে মানুষের কাছে দুশ্চরিত্রবান থাকাই ভালো | কারণ এই মানুষ গুলো আমার কষ্টের সময় ছিলো না
তাদের কাছে ভালো হয়ে আমার লাভ কি , তারা আমাকে খাওয়ায় না পড়ায়
এবার আসি মেয়ের কথায় , সারা বাংলাদেশের আবেগ জড়িয়ে আছে যেখানে আমার কথা হচ্ছে ভাই ( এত আবেগ আসে কোথায় থেকে ????) যখন একা একা মেয়েকে লালনপালন করছিলাম সেই দিন কোথায় ছিলেন আপনারা ? কোথায় ছিলো এই ভদ্র সমাজ ? তাহলেতো আমার চাকরি করে মেয়ে / সংসার চালাতে হতো না ! নাকি আমি নাসির হোসেন এর বউ বলে আমার মেয়ের প্রতি জনগন এর ভালোবাসা উপ্চে পড়তেছে
এই ভালোবাসাটা জনগণ যদি এতিম , দরিদ্র, পথশিশুদেরকে দেখাতো তাহলে হয়তো রাস্তায় রাস্তায় এত শিশুদের ভিক্ষা করতে দেখা যেতো না কেউ কি বলতে পারবে যে আমি মেয়েকে দিয়ে দিয়েছি ? মেয়েকে আমি দেইনি, সে আমার অবর্তমানে মেয়েকে নিয়ে গিয়েছে যাতে আমি অন্যত্র বিয়ে করলে সে আমার মেয়েকে ব্যবহার করে আমার কাছে থেকে টাকা নিতে পারে | যেটা সে এখন করতেছে , মেয়েকে দেখিয়ে , মেয়ের অযুহাতে জনগন কে বোকা বানাচ্ছে আর জনগণ আবেগে আবৃত হয়ে বোকা হচ্ছে | মেয়ের সুন্দর ভবিষ্যত এর কথা চিন্তা করলে আমার মেয়েকে ও দিয়ে দিতো , আর মিডিয়ার সামনে মেয়েটাকে নিয়ে এসে এত মিথ্যা নাটক করতো না |নাসির বলেছিলো তোমার মেয়ে মানে আমার মেয়ে ওর সব দায়িত্ব আমার, তুবার বাবা না হয়েও তুবার ভালো দিক খেয়াল করে আমাকে মিডিয়াতে অনেক কিছু বলা থেকে বিরত রেখেছে | মানাফ হবার পরেও আমাকে কিছু বলতে দেয়নি, নাসির বলে “মানাফ তোমার আর আমার ছেলে সব থেকে বড় কথা হচ্ছে মানাফ তোহ ছেলে আর তুবা মেয়ে , মানুষ এর কথায় মানাফ এর থেকে তুবার ক্ষতিটা বেশি হবে , তাই বার বার আমাকে চুপ করিয়ে রাখে , কিন্তু আমিও মানুষ ফেরেস্তা না , যেদিন আমার ধর্য্যের বাঁধ ভেঙে যাবে সেদিন এটা মনে রাখবো না যে কার সাথে আমার কি সম্পর্ক বা আমি কার কি লাগি *এক হাতে তালি বাজে না|
তো আমার মেয়ের প্রতি মানুষের আলগা মিথ্যে আবেগ না দেখালেও চলবে ,তুবার আমার মতো একটা মা আছে অতঃপর তুবার ভবিষ্যত নিয়ে আপনাদের না ভাবলেও চলবে | বলার মতো আমার ও অনেক কিছু আছে বলিনি এটা ভেবে যে ( দেশের মানুষের কাছে তুবার মাকে তো খারাপ বানিয়ে ফেলা হয়েছে এবার আমিও যদি তুবার বাবার সত্যি গুলো মানুষকে বলে তাকেও খারাপ বানিয়ে ফেলি তাহলে দিন শেষে ক্ষতিটা আমার মেয়ের হবে ) এটা ভেবে নীরব থাকার মানেটাকে কেউ যদি আমার দুর্বলতা ভাবে তাহলে সেটা তাদের ভুল ধারণা | সঠিক সময় এলে সবার ভদ্রতার মুখোশ খুলে দিতে সামান্যতম কৃপণতা করবোনা এটা আমার ওয়াদা |
এবার আসি তালাক এর কথায় জনগণের পছন্দের ট্রপিক্স
কোন বোকার রাজ্যে বসবাস করেন আপনারা ?
আমি একজন শিক্ষিত চাকরিজীবী নারী, আল্লাহ ছাড়া ভয় ও পাইনা কাও কে , ডিভোর্স দিতে কি লাগেরে ভাই ! কত টাকাই বা লাগে যেটা আমি দিতে পারবো না ! বা যাকে ডিভোর্স দিয়েছিলাম সেই বা কি করবে আমার যেটা ভেবে আমি ডিভোর্স না দিয়ে বিয়ে করবো ???? এতটা বোকা আমি নই AD Receipt পেয়েও যদি কেউ অস্বীকার করে তাহলে আমার সেখানে কিছু করার নাই , সেই জন্য তো আদালত আছেই !
জনগণের উদ্দেশ্যে শুধু এতোটুকু বলবো মানুষের লাইফ নিয়ে পরে না থেকে নিজের লাইফ এর দিকে ফোকাস দিন, এতে করে কমেন্ট বক্সে নয় হয়তোবা আপনিও শিরোনামে থাকবেন কোনো এক দিন !
ফেসবুকে অন্যের জীবন নিয়ে পরে না থেকে নিজের বাবা মা , ভাই বোন , বউ বাচ্চার দিকে খেয়াল রাখুন , তাহলে হয়তোবা কোনো বাবা-মাকে বৃদ্ধাশ্রম এ থাকতে হবে না , কোনো বউ তার স্বামী কে ডিভোর্স দিবে না , কোনো মেয়ে সিঙ্গেল মাদার হবে না
,ETC••••••••••••• অন্যের দিকে আঙুল তোলার আগে ভাবেন আপনি কেমন ! নিজের মানসিকতার পরিবর্তন করুন , আগে নিজে ভালো হন আমরা অভদ্র , খারাপ what ever , ইত্যাদি••••• কেন ভালো থাকার জন্য কি কেউ মেডেল দিয়ে গেছিলেন , আমরা যেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ , আর সারা জীবন এমনই থাকবো ইনশাল্লাহ , আমি বা নাসির আমরা দুজনে কেমন সেই সার্টিফিকেট জনগণের কাছে থেকে নিতে হবে না,,আমাদের পরিবার জানে যে আমরা কেমন |
আপনারা আপনাদের কাজ চালিয়ে যান , মানে গীবত করা , মিথ্যা রটানো , ইত্যাদি…এতে করে আমাদের খারাপ তো কিছু হচ্ছে না উল্টো আমাদের লাভ ই হচ্ছে , আমরা কিছু না করেও আপনার নেকি লিখে নিচ্ছি আর আপনি আমাদের গুনাহ লিখে নিচ্ছেন আপনাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হচ্ছে আর আমাদের উপরে আল্লাহর রহমত… সেই জন্য ধন্যবাদ সবাই কে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)