অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ।

জীবন থেকে ভুল মানুষকে যেতে না দিলে, কখনো সঠিক মানুষের দেখা পাবে না। 



প্রেম মানেই সফলতা... না হয় ব্যর্থতা। আর ‘ছ্যাঁকা’ নামেই বেশি পরিচিত পায় প্রেমের ব্যর্থতা। বিখ্যাত ব্যাক্তিরা বলে গেছেন প্রতিটি সফলতার পিছনেই রয়েছে ব্যর্থতার অনেক গল্প,সেটা অনেকটা প্রমাণিতও। তবে সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। ব্যবসায় ব্যর্থ হলে সেই ব্যবসাতেই সফল হয় বিখ্যাতরা,অথবা একটা আবিষ্কারে বারবার ব্যর্থ হয়ে তাতে শেষ পর্যন্ত সফল হয়েছেন বিখ্যাত আবিষ্কারকরা। কিন্তু প্রেমে ব্যর্থ হওয়া মানেই বহুজাগতিক সফলতার দুয়ার খোলা। আপনি প্রেমে ব্যর্থ  হবেন একবার, কিন্তু সফল হওয়ার দরজা খুলবে একশবার।

জীবনে প্রেম আসে নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না, আর সেই প্রেমে ব্যর্থতা ছিল...ছিল সফলতাও, যাদের প্রেমে সফলতা এসেছে তারা জীবনকে উপভোগ করেছে , আর  যারা প্রেমে ব্যর্থ হয়েছে তারা কেউ দেবদাস হয়েছে, আবার কেউ ঘুরে দাঁড়িয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।

 ব্যর্থ হলে... ব্যর্থতার  হাজারো প্রশ্ন মনে জমাট বাঁধতে থাকে আর তৈরি হতে থাকে প্রশ্নের উত্তর, আর সেই উত্তর থেকেই হয় জীবনের সমাধান। 

 এক কথায়_ মোটিভেশনাল স্পিকারের কথাই ধরুন না। আপনি মোটিভেশনাল স্পিকার হতে চান...? প্রেমে ব্যর্থ হলেই সর্বপ্রথম আপনি একজন মোটিভেশনাল স্পিকার হয়ে যাবেন। প্রেমের যত কুফল আছে সব আপনার চোখের সামনে ভাসবে, আপনি সে অনুযায়ী মোটিভেশন দিতে থাকবেন আপনার আশপাশের বন্ধুদের। ফেসবুকের পাতা ভরায়ে ফেলবেন মোটিভেশনাল স্ট্যাটাসে দিয়ে। সেই সাথে আপনি সহজেই পেয়ে যাবেন মোটিভেশনাল স্পিকারের খেতাব।

এবার আসি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশায়, প্রেমে ব্যর্থ হলেই আপনার মাথায় আসবে ‘দেখিয়ে দেওয়া’র চিন্তা। আপনি ভাববেন, ‘জরিনা আমাকে ছ্যাঁকা দিছে...! আমি তাকে দেখাই দিবো একটা কিছু হয়ে।’ আপনি লেগে পড়বেন কাজে.... ব্যস এই দেখিয়ে দেওয়া থেকেই আসবে সফলতা।

ছ্যাঁকা খেয়ে হতে পারেন লেখক, হতে পারেন কবি। আমি এমন অনেককেই দেখেছি, যারা ছ্যাঁকা খেয়ে দিব্যি লেখক হয়ে গেছেন। শুধু কী লেখক বা কবি, অনেককে  ঔপন্যাসিকও হতে দেখেছি । তাই ছ্যাঁকা খান আর খুব সহজভাবে হয়ে যান স্টার। লিখে ফেলুন আপনার ব্যার্থতার অসাধারণ গল্প।

ছ্যাঁকা খাওয়ার পর আপনি পেতে পারেন অপরুপ সুন্দরী বউ কিংবা সুদর্শন স্বামী। কেননা প্রেমে ব্যর্থ হলে আপনার মাথায় আসবে তার চেয়ে সুন্দর ও ভালো কাউকে বিয়ে করার চিন্তা। সে চিন্তা মাথায় নিয়ে আপনি খুঁজতে থাকবেন। মানুষ বলে খুঁজলে নাকি ঈশ্বরকেও পাওয়া যায়। আর আপনি সুন্দর বউ/স্বামী পাবেন না তা কী করে হয়....!

ছ্যাঁকা খেয়ে কেউ দেউলিয়া হয় না, আপনি যতই ছ্যাঁকা খাবেন, ততই আপনি খাঁটি প্রেমিকে পরিণত হবেন। শোনেননি...? পুড়তে পুড়তে সোনাও খাঁটি সোনা হয়! যদিও আজকাল সোনার হেরফের নিয়ে নানা গুঞ্জন উঠেছে। তবে গুজবে কান দিবেন না। ছ্যাঁকার সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে। বিভিন্ন সার্কুলারে নিশ্চয় দেখে থাকবেন—অভিজ্ঞদের অগ্রাধিকার। তাই বলছি, আপনি ছ্যাঁকা খেতে থাকুন আরামসে, আর উপভোগ করুন জীবনকে।

"কাউকে আমি পাইনি,, এই ভেবে আমার নিজের জীবনকে নষ্ট করার কোনো মানে হয় না... তাকে পাইনি তো কি হয়েছে....? তার চাইতে ভালো কাউকে পাব।এই চিন্তা ভাবনা মাথায় রেখেই আমাদের নিজের জীবনকে গড়তে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)