ফলোয়ারের তালিকায় শীর্ষে পরীমনি,গোপন ভিডিও ৩৮ মিলিয়ন ভিউ

ঢাকা,১২ আগস্ট – ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে এখন আলোচনা সবখানে। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বোট ক্লাব, আটক এবং মাদক মামলাসহ নানা বিষয় এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।যা ছাড়িয়ে গেছে অনেক নামী-দামী সুপার স্টারকেও। এত আলোচনা-সমালোচনার মধ্যেও কমেনি তার অনুসারীর সংখ্যা। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর সংখ্যা এখন আকাশমুখী।
দুই ঘটনায় গত দুই মাসে তার ফলোয়ার বেড়েছে প্রায় তিন মিলিয়ন। একটি ছিল ১৩ জুন ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্ট্যাটাস এবং অপরটি হলো ৪ আগস্ট পরী র‌্যাবের হাতে আটক হওয়ার আগে তার করা ফেসবুক লাইভ।
এর আগে, জুনে তার ফলোয়ার ছিল ১০ মিলিয়ন আর এখন তার ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৩ মিলিয়নে। পরীর এই পেজটির লাইক সংখ্যা এখন ৯.৪ মিলিয়ন।
এদিকে, প্রায় দুই মাস আগে ১৩ জুন পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল। এ বিষয়ে তিনি চারদিন আগে বনানী থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলেও থানা পুলিশ তা নেয়নি। এজন্য তিনি বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।এই বিষয় নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন।
এরপর গত ৪ আগস্ট বিকেলে পরীমনি হঠাৎ লাইভে আসেন। এদিন বিকেল ৪টায় লাইভে এসেই তিনি বলেন, ‘আমি বনানী থানা ও প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাসায় সিভিলে কারা যেন এসে নিচের গেট ভাঙাভাঙি করে ওপরে চলে এসেছে। আমি পরিচয় জানতে চাইলে তারা বলেন, আগে গেট খুলেন তারপর পরিচয় দিচ্ছি। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আচ্ছা পুলিশরা কেউ শুনছে না, মরে গেলে আসবেন, এরা ডাকাত হলে…।অথচ তখন তার দরজায় প্রশাসনের একাধিক টিম দাড়ানো ছিলো।
পরীর এমন বক্তব্য ও তার উৎকণ্ঠামাখা চেহারা মুহূর্তে অগ্নিফুলকির মতো ছড়িয়ে পড়ে। সেই লাইভেই যুক্ত হন তিন লাখের মতো মানুষ। যার ভিউ এখন পর্যন্ত ৩৮ মিলিয়ন ছাড়িয়েছে।
সবমিলিয়ে পরী এখন ফলোয়ারের তালিকার শীর্ষে অবস্থান করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)