কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় চিত্র নায়িকা পরীমনিকে

ঢাকাই সিনেমা’র জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এখন দ্বিতীয় দফা রি’মা’ন্ডে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বা’সের আ’দা’লত তার দুদিনের রি’মা’ন্ড আদেশ দেন।প্রথম দফা রি’মা’ন্ড শেষে মঙ্গলবার আ’দা’লতে আনা হলে পরীমনি কিছুটা অস্বাভাবিক আচরণ করেন। ক্ষোভ ঝাড়েন। আবার অঝোড়ে কাঁদতেও দেখা গেছে তাকে।এই সময়,তিনি গণমাধ্যম কর্মীদের উপর চওড়া হন।
এদিন দুপুর ১টা ৪০ মিনিটে প্রথমে পরীমনিকে আ’দা’লতে তোলা হয়। এরপর একে একে প্রযোজক রাজসহ অ’পর আ’সা’মিদেরও আনা হয়। পরীমনিসহ সব আ’সা’মিকে এজলাসের ডকে (আ’সা’মি রাখার নির্ধারিত স্থান) রাখা হয়। আ’দা’লতে বিচারক প্রবেশ করলে দুপুর ১টা ৫২ মিনিটের দিকে মা’ম’লার শুনানি শুরু হয়।
পরীমনিকে আ’দা’লতে হাজির করার পর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার সঙ্গে মা’ম’লার বিষয়ে কথা বলতে যান।এ সময় সিআইডির না’রী পু’লিশ সদস্যরা পরীমনির সঙ্গে কথা বলা যাবে না জানিয়ে আইনজীবীদের জানান এবং পরীমনিকে ঘিরে রাখেন। এর পর বিচারক আ’দা’লতে উঠলে পরীমনি মা’থায় দুই হাত দিয়ে কাঠগড়ার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এই সময় চিত্র নায়িকা পরীমনিকে কাদতে দেখা যায়।
পরীমনির আইনজীবীরা দাবি করেন, পরীমনিকে এক কাপড়ে রাখা হয়েছে। এমন অ’ভিযোগও উঠেছে যে, নায়িকার ওপর মানসিক নি’র্যা’তন চালানো হয়েছে।আসমিপক্ষের আইনজীবীরা বলেন, বিশ্বের ১০০ জন নায়িকার তালিকার মধ্যে পরীমনির নাম রয়েছে। সে সামথিং। ১২২ ঘণ্টা তিনি এক ড্রেসে রয়েছেন,এটা কিভাবে সম্ভব আদালতের কাছে তিনি প্রশ্ন তোলেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল আছে। যখন আ’সা’মিপক্ষের আইনজীবী এ কথা বলছিলেন, ঠিক তখনই পরীমনি আ’দা’লতে ডকে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন। বেশ কয়েকবার তাকে চোখ মুছতে দেখা যায়।
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পরীমনিকে এক ড্রেসে রাখা হয়নি। তিনি রি’মা’ন্ডে গিয়েও ড্রেস পরিবর্তন করেছেন। এখানে আসার সময় তিনি আবারও আগের ড্রেসটিই পরেছেন। এটিও তার একটা রাজনীতি।পরীমনির আইনজীবীরা আরও বলেন, পরীমনি অ’সুস্থ এবং তিনি একজন মে’য়ে মানুষ। তার বাসা থেকে কোনো মা’দ’ক উ’দ্ধা’র হয়নি। তাকে ফাঁ’সানো হয়েছে। উভ’য়পক্ষের শুনানি শেষে আ’দা’লত আ’সা’মিদের জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের দুদিন করে রি’মা’ন্ডের আদেশ দেন।এই সময় পরীমনিকে খুবই বিব্রত দেখা যায়।
পরে পরীমনিকে আ’দা’লত থেকে বের করার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে বলতে থাকেন, ‘সাংবাদিক ভাইয়েরা, আপনারা ত’দ’ন্ত করেন, আমাকে মিথ্যা মা’ম’লায় ফাঁ’সানো হচ্ছে। আপনারা সাংবাদিক কী করছেন। এর পর দ্রুতগতিতে পরীমনিকে সিএমএম আ’দা’লতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।তবে পরীমনিকে অনেকটা গণমাধ্যম কর্মীদের আদালত থেকে বের করা হয়।
গত ৩ আগস্ট রাতে রাজধানীতে অ’ভিযান চালিয়ে শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ই’স’লা’ম ওরফে জিসানকে গ্রে’প্তা’র করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুলশান, বারিধারা ও বনানীসহ ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে রে’ব সদর দপ্তরের গোয়েদা শাখা ও রে’ব ১-এর অ’ভিযানিক দল বনানী এলাকায় পর দিন বিকাল থেকে রাত পর্যন্ত অ’ভিযান চালিয়ে পরীমনি, নজরুল ই’স’লা’ম রাজ, আশরাফুল ই’স’লা’ম দীপু ও সবুজ আলীকে গ্রে’প্তা’র করে। গ্রে’প্তা’রের সময় তাদের কাছ থেকে বিভিন্ন মা’দ’কদ্রব্য উ’দ্ধা’র করা হয়।এবং পর্নোগ্রাফি তৈরীতে তাদের যোগসুত্র আছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাটালিয়ন আনসার(আর মাত্র ১৩ দিন বাকী)

বাসর রাতে সে এমন ভাবে করবে আমি বিশ্বাস করতে পারছি না, ছিঃ…

পুরুষদের ১ম চাহিদা আসলে কী, ফাঁস করলেন ১ জন যৌনকর্মী!

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ১লা ডিসেম্বর ২০২১

মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস (ভিডিও)

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগে করণীয়

সেই রাতেই হাসপাতালে ভর্তি হয় মিয়া খলিফা

রাতে আমি খুব কষ্ট পেতাম,সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দেই

যৌনকর্মে উপার্জন, নিরাপদ থাকতে প্রশিক্ষণ দিচ্ছে ডারহাম বিশ্ববিদ্যালয়

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের মুখে ‘প্রস্রাব’ করলেন গায়িকা (দেখুন ভিডিও'তে)